নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা পপি বলেন আমার অভিনয়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমি নানান সময়ে পুরস্কৃত হয়েছি…কিন্তু বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে আমার অবদানকে গুরুত্ব দিয়ে আমাকে গর্ভে ধারণ করার জন্য..আমাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আমাকে আজকের আমার আমিতে পরিণত করার জন্য, দিন রাত আমার জন্য, আমাদের পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য আমার মা’কে গরবিনী মা সম্মাননা’য় ভূষিত করায় ডা. আশীষকে ও সাংবাদিক অভি মঈনুদ্দীনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের
চেয়ারম্যান শ্রদ্ধেয় প্রীতি চক্রবর্ত্তী কে ধন্যবাদ জানান তিনি আরও বলেন মাননীয় স্পীকার ড. শিরীন শারিমন চৌধুরী ম্যাডামকে..এবারের আন্তর্জাতিক মা দিবসে আমার জীবনের অন্যতম স্মরনীয় দিন। কারণ আমার মায়ের এই সম্মাননা প্রাপ্তি আমার জীবনের চলার পথকে আরো বেগবান করে তুলেছে। আমি সত্যিই অনেক খুশী, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি.যেন আমার মাকে আরো সম্মান আরো ভালোবাসা যেন দিতে পারি এসময় চিত্রনায়িকা পপি আরো লিখেছেন আমি বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার লাভ করেছি তা শুধু আমার মায়ের কারণে পেরেছি আমার
গর্ভধারণের মায়ের জন্য অনেক ভালোবাসা আজকের এই মা দিবসে বিশ্ব মা দিবস ছিল গতকাল। প্রতিবছরের মতো এ দিনটিতে এবারো রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা সম্মাননা’ প্রদান করা হয়। এবার তারকাদের মধ্যে ‘গরবিনী মা সম্মাননা’ পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম। মায়ের এ প্রাপ্তিতে উচ্ছ্বসিত পপি। পপির ফেসবুকে একটু ঘুরে আসলেই তার প্রমাণ মিলে। সোমাবার পপি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে পপি লিখেন, অভিনয়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমি নানান
সময়ে পুরস্কৃত হয়েছি কিন্তু বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে আমার অবদানকে গুরুত্ব দিয়ে আমাকে গর্ভে ধারণ করার জন্য আমাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আমাকে আজকের আমার আমিতে পরিণত করার জন্য, দিন রাত আমার জন্য, আমাদের পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করার জন্য আমার মা’কে গরবিনী মা সম্মাননা’য় ভূষিত করায় ডা. আশীষ দাদা ও সাংবাদিক অভি মঈনুদ্দীনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।কৃতজ্ঞ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান শ্রদ্ধেয় প্রীতি দিদির কাছে ধন্যবাদ মাননীয় স্পীকার ড. শিরীন
শারিমন চৌধুরী ম্যাডামকে। এবারের আন্তর্জাতিক মা দিবস আমার জীবনের অন্যতম স্মরনীয় দিন আমার মায়ের এই সম্মাননা প্রাপ্তি আমার জীবনের চলার পথকে আরো বেগবান করে তুলেছে আমি সত্যিই অনেক খুশী, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।পপির মা ছাড়াও গতকাল রোবাবার হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে আরো সম্মাননা পান নন্দিত কন্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম , এই সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর মা আঞ্জুমান আরা। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন
শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তারকাদের মায়েদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।