চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে তাঁরই নামাঙ্কিত ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাসের ৯ম দিনে সর্বসাধারণের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় ২ হাজারেরও বেশি রোজাদার ইফতার গ্রহণ করেন। এতে ইফতার গ্রহণেচ্ছুক বিপুল সংখ্যক রোজাদারগণ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব মুনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী। এসময় রোজাদারকে বরণ করে নেন এ.বি.এম. মহিউদ্দিন
চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সকলের দোয়া বরকতে মানুষের কল্যাণ, সমৃদ্ধি ও প্রগতির বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করি। সর্বোপরি আমার পিতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র আকাক্সক্ষা অনুযায়ী গণমানুষের সেবায় যেন নিয়োজিত হতে পারি এই দোয়া প্রার্থনা করছি। ইফতার মাহফিল কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেন হোসেন বাবুর্চি, আবুল হোসেন আবু, মো: হাফেজ মঈনুদ্দিন, নাছির উদ্দিন নোবেল, আবু সাঈদ সুমন, খোরশেদ আলম মানিক প্রমুখ।