![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
আজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রমজানুল মোবারকের ১১তম ধর্মীয় অনুভূতিতে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের তত্ত্বাবধানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই হাজার মুসল্লি ইফতার গ্রহণ করেন। ইফতার মাহফিল পূর্ব মুনাজাত করেন অধ্যাপক মাওলানা আবদুল মান্নান আশরাফী।
এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, আমার বাবা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ধর্মানুরাগী ছিলেন, তাঁর পথ ধরে আধুনিক বিশ্বের দিকে এগুচ্ছি। ধর্ম মানে মনুষ্যত্ব হানাহানি নয়, আমাদেরকে রমজানের দীক্ষা দেয় মানুষে মানুষে ভালবাসা এবং আত্মত্যাগ। এসময় তিনি ইফতার গ্রহণ শেষে মুসল্লিদের সাথে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তার পিতা এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র জন্য দোয়া কামনা করেন।