
নিজস্ব প্রতিবেদক
চকরিয়া মাতামুহুরী সেতুর মাঝখানে দেবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভা সংলগ্ন মাতামুহুরী নদীর সেতুর মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এতে সড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকে পড়েছে। বুধবার রাত ১২টার দিকে সেতুর মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যায় বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন। তিনি বলেন, ঘটনার পরপরই সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখন সেতুটির দেবে যাওয়া
অংশের মেরামত কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঠিক হতে সময় লাগতে পারে।“ঠিক হলেও সেতুটি এক লাইনে যানবাহন চলাচলের উপযোগী হবে। সেতুর এক পাশ থেকে গাড়ি চলাচল করলেও অন্য অংশে বন্ধ থাকবে।” সেতুর এক অংশ অকেজো হয়ে পড়েছে বলেন জানান তিনি যানবাহন আটকে পড়ায় ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ মধ্য রাতে নৌকায় নদী পার হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন বলে জানান এসআই সায়দুল। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের খবর দিলে তারা দ্রুত সেতু মেরামতের কাজ চালাচ্ছে বলেও জানান তিনি