অদ্য ২৫ এপ্রিল, ২০১৯ইং রোজ শনিবার চান্দগাঁও থানাধীন আল-হাশেমী নূরানী ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় খত্মে কোরআন ও ইফতার মাহফিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক গাজী মুহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ জয়নাল আবেদীন’র স লনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুলফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা মো: আব্দুল্লাহ, মাওলানা ইব্রাহিম আল কাদেরী, সেক্রেটারী মো: আবু তাহের, আব্দুর
রহিম, মাওলানা মহিউদ্দিন রেজা আল কাদেরী, মো: দিদারুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ জাহেদুল ইসলাম, ক্বারী মো: মিজানুর রহমান, মো: মাহমুদুল হাসান শাহেদ, মো: এহসান উদ্দিন, মো: মনসুরুল আলম, মিসেস শারমিন আক্তার, মিসেস মাহমুদা বারী, সেলিনা আক্তার, নিপা আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে ভোগবাদ মুক্ত পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে
সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। উম্মতে মুহাম্মদীর নৈতিক চরিত্র উন্নত করে সাহাবায়ে কিরামের মতো আদর্শ জীবন গঠন করার প্রশিক্ষণ এ মাসেই গ্রহণ করতে হয়। রোজা মানুষকে প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দেয়। ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্রে ইফতার, দীর্ঘ তারাবি নামাজ, সাহরি এ সবকিছুর মধ্য দিয়ে একজন রোজাদার
ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনার দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত হন। ঈদুল ফিতরের উৎসব উদ্যাপনের মাধ্যমে মাহে রমজানের পরিসমাপ্তি ঘটে। রমজান মাসের সম্পূর্ণ কার্যক্রমটি ইসলামি সংস্কৃতির মহান ঐতিহ্য বহন করে। রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। পরিশেষে খত্মে কোরআনের মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আবদুস সালাম।