
হাসান আহমদ,ছাতক প্রতিনিধি:
ছাতকে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪রামাদ্বান বৃহস্পতিবার বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ (দক্ষিণ) খুরমা ইউনিয়ন শাখার ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া (দক্ষিণ) খুরমা ইউনিয়ন শাখার যৌথ উদ্দ্যোগে স্থানীয় মানিকগঞ্জ বাজারে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাথিউরা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি তকি উদ্দিন। ইউনিয়ন আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা কবির
আহমদের সভাপতিত্বে ও মানিকগঞ্জ বাজার আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক ফজলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব আব্দুল খালিক, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযে’র অর্থ সম্পাদক মুহাম্মদ মাসউদ উদ্দিন,
দক্ষিণ খুরমা ইউনিয়ন আল ইসলাহ সহ সভাপতি ডাঃ জামিল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, অর্থ সম্পাদক সেলিম আহমদ। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ খুরমা ইউনিয়ন তালামীযের সহ প্রচার সম্পাদক কামরান আহমদ, অর্থ সম্পাদক জাবেদ আহমদ, মানিকগঞ্জ বাজার আঞ্চলিক শাখা তালামীযে’র সভাপতি আজাদ আহমদ, মানিকগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলিম সহ প্রমুখ।