নিজস্ব প্রতিনিধি
আজ নগরীর বহদ্দারহাটের কাশ্মীর রেস্টুরেন্টে চবি’র রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে এবং নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগুনিয়া ফোরামে প্রতিষ্টাতা সহ-সভাপতি ইমাম হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের প্রতীকের প্রধান উপদেষ্টা নেছার আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাটহাজারি কলেজে লেকচারার জনাব তসলিম উদ্দীন ও বন্দর সিলভার স্কুল এন্ড কলেজের লেকচারার বিভা ইন্দু। আরও উপস্থিত ছিলেন তারুণ্যের প্রতীকের সভাপতি জি.এম তাওসিফ, জনপ্রিয় অনলাইন পোর্টাল অজানা বাংলাদেশের উপ বার্তা সম্পাদক আল ওমায়ের (সাকিব), রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম মুহসিন কলেজের সভাপতি আবছার রাফি, রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের সহ-সভাপতি নরুল আবছার,সহ-সভাপতি আফরোজা হাসান আফরিন,দপ্তর সম্পাদক মিজানুর রহমান সিহাব,রিয়াদ,মহিউদ্দীন হাসান বাবলু প্রমুখ।
সকলে রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্দেশ্যে এবং ফোরামের দীর্ঘায়ু আশা করে সবার মূল্যবান বক্তব্য রেখেছেন। ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম সংগঠনটি স্থাপিত হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাঙ্গুনিয়ার ছাত্রদের সুবিধা অসুবিধায় রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম সংগঠনটি অনেক ভুমিকা রাখে।