
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পরিষদের সদস্য ডাঃ শেখ শফিউল আজম বলেন তৃণমূল পর্যায়ে মানুষের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে প্রাইমারী চিকিৎসকগণ। তাহারা অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়েও রোগীদের চিকিৎসা প্রদানে পিছপা হননা। এজন্য প্রাইমারী চিকিৎসকদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এই ক্ষেত্রে প্রত্যেক প্রাইমারী চিকিৎসকদের বেশি বেশি প্রশিক্ষণ ও কর্মশালা অংশগ্রহণ করতে হবে যাতে চিকিৎসা জগতে প্রাইমারী পর্যায়ে বিশেষ অবদান রাখতে পারে।
প্রাইমারী চিকিৎসা সোসাইটির উদ্যোগে গত ৩০ মে নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ কার্যালয়ে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে ও সাইদুর রহমানের পরিচালনায় ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন বস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার আজিম। জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের চীফ এডমিনিষ্ট্রেটিব
অফিসার আশরাফ উদ্দীন সুজন, মোঃ আয়াত উল্লাহ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স চট্টগ্রাম শাখার ভাইস প্রেসিডেন্ট বাবু শিবু সেন গুপ্ত, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, অর্থ সম্পাদক চিকিৎসক এম.আর.কে রুবেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ তাওহীদুল ইসলাম সাঈদ, চকবাজার থানার সভাপতি শাহাদাত হোসেন পাটোয়ারী, কোতোয়ালী থানার সভাপতি বাবু বিজন কান্তি দে, বাবু অনুপ কুমার দাশ গুপ্ত, মোঃ বদিউল আলম, চকবাজার থানার মহিলা সম্পাদক এপি বড়–য়া অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সাইদুর রহমান