
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় মমতাজ বজল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছর শবে কদর দিবাগত রাতে সেহরির আয়োজন করা হয়। এতে পথচারী ও এলাকাবাসীসহ স্থানীয় সকল রোজাদার এখানে এসে সেহরি খেতে অংশ গ্রহন করেন। মমতাজ বজল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্জ্ব মুহাম্মদ তছকির আহম্মদের এই উদ্যোগকে অভিনন্দন জানিছেন এলাকার সর্বস্তরের জন সাধারণ। এদিকে প্রতি বছর রমজান উপলক্ষে মমতাজ বজল ফাউন্ডেশন এর উদ্যোগে লক্ষ লক্ষ টাকার যাকাত ও আদায় করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান তছকির আহমেদ তিনি রমজানের
ফিতরা ও যাকাত সাড়াও সারা বৎসর অসহায় গরীব মানুষদের কে সাহায্য করে থাকেন যে কোন মানুষ তার কাছে আসলে তিনি খালি হাতে কাউকে ফেরত দেননি এ বিষয়ে স্থানীয় রাজু নামের এক ব্যক্তি এর সাথে কথা বলে জানা যায় মমতাজ বজল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব তাসকিন আহমেদ অত্যন্ত দানবিক ও ভালো মানুষ তিনি কোনদিন কাউকে যে কিছুর জন্যই আসুক না কেন তিনি খালি হাতে ফেরত দেন না ওই ব্যক্তি আরো বলেন আলহাজ্ব তছকির আহমেদ সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সময় কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন
করেছিলেন কিছু ভোটের ব্যবধানে তিনি পরাজিত হলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এলাকায় আলহাজ্ব তছকির আহমেদ এর নাম আলহাজ্ব তছকির আহমেদ চট্টগ্রাম এর একজন সফল ব্যবসায়ী তার এই উদ্যোগে গত ১০ /১২ বছর যাবত শবে কদরের রাতে এভাবে পথচারীদের সেহেরী খাওয়ানো হচ্ছে বিভিন্ন অসহায় মানুষকে ইফতার সামগ্রী থেকে শুরু করে ঈদ বস্ত্র পর্যন্ত দিয়ে থাকেন তিনি অথচ এদেশে অনেক ধনী ব্যক্তিদের দেখা যায় শুধুমাত্র রমজান আসলে দান করা শুরু করেন কিন্তু এই তছকির আহমেদের ব্যাপারে জিনিসটা ভিন্ন তিনি বছরে ১২ মাসে কোন না কোন ভাবে
মানুষকে দান করে থাকে এ ব্যাপারে মমতাজ বজল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব তছকির আহমেদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমি সারা বছর যা দান করি তা হলো আমার যাকাত পাউন্ডের টাকা তিনি আরো বলেন আমার মতে সমাজে যারা বিত্তশালী আছেন তাদের কে যাকাতটা যেন গরিব অসহায় মানুষের জন্য হয় শুধু মানুষকে দেখানোর জন্য যাকাত দিলে আল্লাহ তাআলা তা কবুল করবে না তাই যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুমিন মুসলমানদের কর্তব্য