নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর মহিলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন বলেছেন, ঐতিহাসিক ৬ দফা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ৬৬ সালের ৭ জুন প্রথম স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তিনি জানতেন বৈষম্য ও জাতিগত নিপীড়ন বন্ধ এবং বাঙালির শোষণ মুক্তির জন্য আমাদেরকে রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে। এই লড়াইয়ের মুক্তির সনদ ৬দফা। তাই ৬ দফা বাঙালি জাতিকে স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির ঠিকানার সন্ধান। জননেত্রী
শেখ হাসিনা বৃদ্ধ, অসহায়, দুস্থ ও গরীবদের পাশে সবসময় ছিলেন এবং থাকবেন। তিনি তাদের কীভাবে পূণর্বাসন করা যায় সেদিকে সবসময় লক্ষ্য রাখেন। কীভাবে আপনাদের সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য তিনি নানা পরিকল্পনার চিন্তা করেন। তিনি অদ্য শুক্রবার বিকালে নগরীর চশমা হিলস্থ নিজ বাসভবনে ঐতিহাসিক ৭ জুন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আমরা অনেকে তা জানি না।
বর্তমানে নারীরা এখন আর অবহেলিত নয়। তাই নারীদের ঘরে বসে থাকলে হবে না নিজেদের পাওনা নিজেদের বুঝে নিতে হবে। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী’র স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা চৌধুরী আনজী, সহ-সভাপতি মমতাজ খান, বিলকিস কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, লায়লা আক্তার এটলি, হুরে আরা বিউটি, আয়েশা আলম, শারমিন ফারুক, রহমতুনেছা,
রোকসানা আক্তার, ইশরাত জাহান চৌধুরী, নাজমা মাওলা, ফাতেমা আক্তার, আয়েশা আক্তার পান্না, অধ্যাপক শিরীন আক্তার, মনোয়ারা বাহাদুর, পারভীন সুলতানা, আয়েশা ছিদ্দিকা, তসলিমা নূর জাহান রুবি, শিমলা দাশ, শবনম ফেরদৌসি, শাহীন ফেরদৌসী, শিল্পী আক্তার মাহফুজা লিমা, নার্গিস, রোকসানা করিম, জেনিফার, সোনিয়া ইদ্রিস, কান্তা ইসলাম সহ আরো অনেকে।