নিজস্ব প্রতিবেদক;
ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ৪টায় ছেড়ে আসা চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস রাত সাড়ে আটটার দিকে ফেনীতে ডাকাতের কবলে পড়েছে বলে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি। ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে ফেনী পার হয়ে কিছু দূরে আসলে ডাকাতের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। নারী ও শিশুরা কান্নাকাটি করতে থাকেন।এসময় রেলওয়ে পূর্বাঞ্চলের অতিঃমহাব্যবস্থাপক সরদার শাহাদাত আলী বলেন, ঢাকা থেকে ৪টায় ছেড়ে আসা চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী পার হলে
ডাকাতের কবলে পড়ে। ট্রেনের উপরে থাকা যাত্রীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র মোবাইল ল্যাপটপ আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় তারা। এসময় ডাকাতের ছুরির আঘাতে দুই যাত্রী আহত হয়েছে বলেও জানান তিনি। পরে ট্রেনটি সীতাকুণ্ড স্টেশনে আসলে জিআরপি পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক ১০ জন ছাত্রীকে আটক করে বলে জানান সরদার শাহাদাত আলী।তবে যাদের আটক করা হয়েছে তারা ঘটনার সাথে পুরোপুরি জড়িত কিনা তা এখনও নিশ্চিত নই পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদের পরে নিশ্চিত হওয়া যাবে তারা ঘটনার সাথে জড়িত কিনা