মোঃতাজুল ইসলাম মিয়াজীঃ
গত ৭ দিনে ওমানে সাধনার শ্রমিকের ইমু হ্যাক করে ১লক্ষ ২০ হাজার টাকা আত্যসাৎ করেছে হ্যাকর চক্র, ভূক্ত ভুগিরা জানান কে বা কারা তাদে অজান্তে ইমু হ্যাক করে, তাদের পরিচিত জনদের কাছে, ২০ হাজার টাকা বিকাশ করতে বলে, এবং সন্ধা টাকা পাঠিয়ে দিবে বলে, সবাইকে একি এসএমএস করে, তারা টাকা পাঠিয়ে দেয়। তেমনি ভাবে আজ বৃহস্পতিবার সাকাল সাড়ে ৬ টায় Nurul islam সেলিমের নোয়াখালী, ইমু হ্যাক করে ওমান প্রতিনিধি মোঃতাজুল ইসলাম মিয়াজী কে একটি এসএমএস দেওয়া হয়, ২০ হাজার টাকা বিকাশ করতে এবং সন্ধা দিয়ে দিবে বলে, পরে
সাথে সাথে Nurul islam সেলিম কে কল দিলে, তিনি বলেন এই ব্যাপারে সেলিম কিছু ‘ই ‘ জানেনা তিনি ঘুমে ছিলো, তখন সেলিম ও মোঃতাজুল ইসলাম মিয়াজী বুজতে পারে যে ইমু টা হ্যাক করা হয়েছে, গত ৪ জুন মানোয়ার নামে এক ব্যাক্তির একি র্ঘটনা ঘটেছে, তার পরিচিত জনের ইমু হ্যাক করে ২০ হাজার টাকা লাগবে বলে তার কাছ থেকে ২০ হাজার টাকা আত্যসাৎ করে হ্যাকার, পরে
জার ইমু তাকে কল দিয়ে জানতে পারে সে কোন এসএমএস দেনি, এবং ইমু হ্যাক করা হয়েছে বলে জানতে পারে। এই ভাবে ৬ জন থেকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা আত্যসাৎ করেছে বলে জায় যায়,, ভুক্ত ভুগিরা হলেন, মোঃ শাহ্জান গোপালগঞ্জ, মোঃ মোনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আবুবকর, জাহিদ হাছান, ও লিটন