
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
কোরবানির ঈদকে সামনে রেখে এখন থেকে শুরু করে শুরু করে দিয়েছে ভারত থেকে গরু পাচার এর কার্যক্রম বেনাপোল সীমান্তে ভারতীয় গরু সহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি-থ্রিপিস, চাপাতা ও মদসহ বিভিন্ন মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনও পাচারকারীকে আটক করা যায়নি। অভিযান চলাকালে পাচারকারীরা সক্রিয়ভাবে পালিয়ে যায় এদিকে বুধবার রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন সীমান্ত এলাকা
থেকে মালামাল গুলো আটক করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.সেলিম রেজা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি জানান, বেনাপোল কোম্পানি সদর, আইসিপি ও ধান্যখোলা ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সীমান্ত সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি-থ্রিপিস, চাপাতা ও মদ আটক করে। আটক গরুসহ বিভিন্ন মালামাল বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। পাচারের সময় কোন পাচারকারীকে গ্রেফতার করতে না পারায় শুধু মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে