
মাহমুদুল হাসান:ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি;
গোবিন্দাসি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের রজত জয়ন্তী ও ঈদ পুর্নমিলনি অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের পরের দিন -৬ ই জুন।এস,এস,সি ১৯৯৪ ব্যাচ এর পক্ষ থেকে অনুষ্ঠানের ব্যাচমেট দুলাল হোসেন চকদার কে (আহব্বায়ক) এবং ডা: অলক কুমার সরকার (সদস্য সচিব) করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যতো গুলো স্কুল আছে তার মধ্যে গোবিন্দাসি উচ্চ বিদ্যালয় শিক্ষার দিক দিয়ে অন্যতম হয়ে আছে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই।পূর্নমিলনী অনুষ্ঠানে ১৯৯৪ সালের ব্যাচের প্রায় সকল ছাএছাএীরা উপস্থিত
ছিলেন।উপস্থিত হয়েই সবাই হাঁসি আনন্দে অনুষ্ঠান কে মাতিয়ে তুলেন।অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্যাচমেট আতিকুল ইসলাম, পেশায় তিনি উপজেলা কৃষি কর্মকর্তা এবং চামেলি খানম, পেশায় তিনি ব্যাংক কর্মকর্তা।শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আহব্বায়ক মো: দুলাল হোসেন চকদার (ব্যবসায়ী এবং রাজনীতিবিদ)।তিন বলেন,অগাষ্ট-২০১৮ সালের গোধূলি বেলায় হঠাৎ করেই গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় -১৯৯৪ ব্যাচের রিইউনিয়ন করার প্রস্তাব নেন আতিক ও শরিফ, লতিফ, হায়দার , টুটুল, এবাদত, শাহিন, শফিকুল, রশিদ, রনজি্ত, নবি, আনোয়ার সহ অনেকেই, সেই
মোতাবেক রাত্রি ৮ঃ৩০ ঘটিকায় প্রস্তুতি মিটিং করা হয়,আমাকে আহবায়ক করে কমিটি গঠন করা হয়, দ্বায়িত্ব ভাগ করে দেওয়া হয়। প্রকৃতপক্ষে দ্বায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম।অনুষ্ঠানের প্রতেকটি বিষয় নিয়ে রফিক, এবাদত, নবি এদের সাথে যোগাযোগ করে অনুষ্ঠান আয়োজনের সমন্বয় করেন। এপ্রিলের ১৫ তারিখ রেজিষ্ট্রেশন ফরম ছাড়া হয়, আতিক ই ফরমের ফরমেট দেয়, পরে হায়দার ও রফিক মিলে সংযোজন ও বিয়োজন করে চূড়ান্ত করেন।১৮ তারিখ আমি ও অলক রেজিষ্ট্রেশন করি, ১৫ই মে রেজিষ্ট্রেশন র শেষ দিন ধরা হলেও চলে অনুষ্ঠান শুরু
র আগ পর্যন্ত।৷ মে -র ১৭ তারিখের দিকে এসে অনুষ্ঠান আয়োজনের ব্যাপক ঘাটতি দেখা যায়।অনেকই তাদের কাজের ব্যাস্ততায় অনুষ্ঠান আয়োজন এ সময় ও সহযোগিতা ওভাবে করতে পারেনি। ঠিক এই সময় টায় আতিক কিছু কাজ ভাগ করে নিয়ে একের পর এক কাজ লতিফ, এবাদত, রফিক ও হায়দার কে নিয়ে সম্পন্ন করে। এভাবেই ৬ ই জুন রোজ বৃহস্পতিবার সবার ঐকান্তিকতায় বিশাল উপস্থিতি নিয়ে আমাদের প্রথম রিইউনিয়ন -১৯৯৪ ব্যাচের সফলভাবে আয়োজন সম্পন্ন হয়েছে।এখানে আমি অনেকেরই নাম সময়ের কারনে বলতে পারলাম না তারাও
কিন্তু এই অনুষ্ঠানের আয়োজনের সফল আয়োজক।সকলকেই ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমাদের ব্যাচমেট অনুষ্ঠানের সদস্য সচিব ডা: অলক কুমার সরকার চিকিৎসার কারনে ইন্ডিয়া থাকায় সবাই তার সুস্থতা কামনা করে দোয়া করি।আল্লাহ্ যেনো তাকে সুুুস্থতা দান করেন।অনুষ্ঠানে সকলের আলাপচারিতায় সবাই শপথ নেন,আমাদের মধ্যে যারা বেকার তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে।যাতে আমাদের বন্ধু-বান্ধবী কেউ বেকার না থাকে।সকল আপদে-বিপদে সবাইকে সবার পাশে দাড়াতে হবে।অনুষ্ঠানে আলোচনায় সামজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের
প্রস্তাব করা হয় এবং ফোরামের সক্রিয় সদস্যদের মতামতের ভিত্তিতে তা অতি সত্ত্বর বাস্তবায়নের শপথ গ্রহন করা হয়।আরো বলেন বলা হয় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে একতার বিকল্প নেই। তাই আমরা সবাই মিলে সামাজিক শৃঙ্খলা বজায় রাখবো ও অন্যায়,নির্যাতন, ঘুষ বাণিজ্য, এবং ইভটিজিংয়ের মত জঘন্য অপরাধকে প্রতিহত করা চেষ্টা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে ইস্কুল জীবনের স্মরণীয় ঘটনা, কবিতা, গল্প, গান ইত্যাদির প্রতিযোগীতা দেয়া হয়।অনুষ্ঠান শেষ করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।এতে গান পরিবেশনা করেন টিভি শিল্পী কানিজ খন্দকার মিতু ও পলাশ।