
রবিন হোসেন তাসকিন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার আবদুল্লাহপুর এলাকায় ১০ বছরের শিশুকে অটোরিকশা তুলে নিয়ে ধর্ষনের চেষ্টায় অটোরিকশা চালক দুলালকে আটক করছে পুলিশ। আজ রোববার দুপুরে আবদুল্লাহপুর এলাকা থেকে দুলালকে আটক করা হয়। আটককৃত দুলাল হোসেন সদর উপজেলার রাজিবপুর এলাকার সপিক মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে লক্ষ্মীপুর শহর থেকে তোরাবগঞ্জ
বাজারের দিকে অটোরিকশায় করে ওই শিশুটি যাচ্ছিল। ওয়াপদা অফিস এলাকা পৌঁছলে অটোরিকশাটি কৌশলে আবদুল্লাহপুর এলাকার একটি সুপারি বাগানে নিয়ে যায় ওই শিশুকে। পরে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে চালক। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার এবং চালক দুলাল হোসেনকে আটক করে পুলিশে সোর্পদ করে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, অটোরিকশা চালক দুলাল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।