বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাসিন্দারা কারো বর্ষা না করে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে খালের ব্রিজের নির্মাণ কাজ হাতে নিয়েছে যশোরের শার্শা উপজেলার উলাশীর জিয়ার খালের উপর নির্মিত হচ্ছে স্বপ্নের ব্রীজ । গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে ও উদ্দোগে চলছে ব্রিজের নির্মাণ কাজ । এলাকাবাসী সূত্রে জানা গেছে, রঘুনাথপুর ,বাগ,ডাঙ্গী,করিময়ালী , মির্জাপুর,বেড়ারুপানি,ও পাঁচপোতা কয়েক হাজার মানুষও কোমলমতি ছাত্র ছাত্রীরা উলাশী বাজারে ও স্কুলে যাওয়া আসার জন্য জিয়ার খালের উপর দিয়ে বাশের তৈরী সাকো দিয়ে দীর্ঘদিন যাবত যাতায়াত করে আসছে। এটাই ছিল
সাত গ্রামের মানুষের উলাশী বাজার কিংবা স্কুলে আসার সহজ রাস্তা।সাকোর উপর দিয়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও অসুস্থ রোগীদের অনেক ভুগান্তিতে পড়তে হয় নিয়মিত । অনেক সময় স্কুল কলেজে যাওয়া আসার সময় বই খাতা নিয়ে প্রায় পানিতে পড়ে যায় শিক্ষার্থীরা। তবে এলাকাবাসীদের যাতাতের এটি একটি গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সবাই এই খালের উপর বাশের তৈরী সাকো দিয়ে যাতায়াত করতে বেশি পছন্দ করে।প্রতি বছর বাঁশ দিয়ে সাকো তৈরিতে হাজার হাজার টাকা নষ্ট করতে হয় ।তাই এবার সাত গ্রামের মানুষ নব উদ্দোগে চাঁদা দিয়ে নির্মাণ করছেন স্বপ্নের ব্রীজটি ।
প্রাথমিক অবস্থায় প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে ১০টি পিলার স্থাপনের মধ্যে দিয়ে কাজ শুরু করা হয়েছে । এখনো প্রায় ২০ লক্ষ টাকা লাগবে বলে জানান উলাশী ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন। বলেন,এই মহান কাজে স্থানীয় এমপি সহ জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসতো তাহলে হয়তো তাদের যাতায়াতের স্বপ্নের ব্রিজটি নির্মাণ আরো সহজ হতো ।তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এলাকাবাসীর এই ব্রিজ নির্মাণের কাজে সহযোগিতা করলে ভালো হবে বলে জানিয়েছে ইউপি চেয়ারম্যান তিনি আরো বলেন সমাজের সবাইকে এই কাজে যেন সাহায্য করে সে জন্য তিনি অনুরোধ জানিয়েছেন