
রুহুল আমিন লন্ডন থেকে
লন্ডনে লেবার পার্টির কমিটি গঠন কমেডিতে সুন্দর মিয়াকে সভাপতি করে ও রুহুল আমিন কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয় গতকাল ৪ই জুলাই বিকেল পূর্ব লন্ডনের এক হলে শ্যাডওয়েল লেবার পার্টির এজিএম অনুষ্ঠিত হয়। সুন্দর মিয়াকে চেয়ারম্যান এবং রুহুল আমিনকে সেক্রেটারী করে একটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলে ভাইস চেয়ার জোলেখা খাতুন, ট্রেজারার আমিনা বেগম, মহিলা অফিসার নুসরাত ফেরদৌস, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুস শুক্কুর, ইনপ্লয়মেন্ট সেক্রেটারী কাজী মোঃ ইকবাল হোসেইন, ক্যাম্পেইন অফিসার
ছাবির মিয়া, মেম্বারশীপ সেক্রেটারী সাব্বির উদ্দিন, ইকুউলিটি সেক্রেটারী মোহাম্মদ ইসলাম উদ্দিন, পলিটিক্যাল ও এডুকেশন সেক্রেটারী মোঃ এমরান আহমদ, কমিউনিকেশন সেক্রেটারী শাহ মারুফ লিলু।ওয়েলফেয়ার সেক্রেটারী তুহিন হোসেইন, বিএমএমই মোহাম্মদ জাহেদী ক্যারল, পাবলিসিটি সেক্রেটারী আমিনুর চৌধুরী, ইনভয়মেন্ট সেক্রেটারী আবুল কাসেম মোঃ হেলালা, হেলথ্ এন্ড ওয়েলবেহেবিয়ার সেক্রেটারী মাহমুদ খান সবুজ, হিউম্যান রাইট সেক্রেটারী জাকির হোসেইন, জিসি ডেলিগেইট সুন্দর মিয়া, জাকির হোসেইন, আব্দুস শুক্কুর, সাব্বির উদ্দিন, আবুল কাসেম
মোঃ হেলাল, ছাবির মিয়া, নুসরাত ফেরদৌস, জোলেখা খাতুন, ফাতিমা ফেরদৌস, রুমা খানম, আমিনা বেগম, ইয়ুথ সেক্রেটারী নাজিফা সাইমা আহমেদ।এজিএম এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফসানা বেগম, এডাম অলনাট, আছর আনজুম, সেবুল খান।অনুষ্ঠানের সবাই বক্তব্য এ অতিথিরা বলেন সংগঠনের শুভকামনা ও আগামী পথ চলার জন্য শুভকামনা জানিয়েছেন অথিতিবৃন্দরা