
মোঃতাজুল ইসলাম মিয়াজীঃ
ওমান ব্রেইন স্ট্রোক দেলোয়ার হোসেন নামে এক ব্যাক্তি মারা যান। জানা যান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দিগে নিজ রুমে তিনি মারা যান। মৃত্য দেলোয়ার হোসেনের দেশের বাড়ী কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা বটতলী ইউনিয়ন মুরগাঁও গ্রামের মিয়াজি বাড়ী।ওমান প্রবাসী বাংলাদেশীরা জানান দেলোয়ার হোসেন ব্যক্তিগত ভাবে তিনি অনেক ভালো ও স্বরল মনের ছিলেন, এবং সামনে
কোরবানে ঈদেরছুটি দেশে গিয়ে বিয়ে করার কথা ছিলো।এবং বিয়ের সব প্রস্তুতি নিয়েছিলে এবং সব প্রস্তুতি প্রয় শেষ, জীবনে দ্বিতীয় ধাপে পাড়া দেওয়ার আগে তিনি চলে জান না ফেরার দেশে এবলে দেলোয়ারে ঘনিষ্ঠজনরা কান্নায় ভেঙে পরে।মৃত্য দেলোয়ারের শোক প্রকাশ করেছেন ওমান স্যোসাল ক্লাব ও ওমান প্রবাসী বাংলাদেশীরা,