
কাপ্তাই প্রতিনিধি।
চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের আর এক নাম হচ্ছে কাপ্তাই সেখানেও প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঘটনা ঘটে এবারও তার বিপরীত কিছু নয় কাপ্তাই তিন দিনে টানা বৃষ্টি হালকা ভারি বর্ষনে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা তিন বছরে শিশু সহ নিহত হয়েছে দুই জন। এ ঘটনা আরো চার জন আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন তিন বছর বয়সী সুর্য মল্লিক আর অপর এক মহিলা তাহমিনা বেগম।(২৫) সোমবার দুপুর ১টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়ন কলা বাগান এলাকায় মালি কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।চন্দ্রঘেনা ইউপি চেয়ারম্যান আনোয়ার ইসলাম
চৌধুরী। ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন। কাপ্তাইয়ের অনেক স্থানে পাহাড় ধসে ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির হয়েছে কিনা সঠিক ভাবে জানা যাচ্ছেনা প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কাপ্তাই।তিনি আরো জানান রাঙ্গামাটি জেলা প্রসাসক একে এম মামুনুর রসিদ নিহতদের পরিবারকে প্রাথমিক ভাবে ৪০ হাজার টাকা করে প্রধান করেছেন।শনিবার থেকে কাপ্তাইতে প্রবল বৃষ্ঠিপাত হওয়াতে চন্দ্রঘোনা কলা বাগান মালি কলোনির এলাকায় পাহার ধসে নিচে থাকা দুইটি ঘরের উপরে মাটি পরে যায়।সেই সময় ঘরের ভিতরে থাকা সুনিল মল্লিক একই
পরিবারের সুর্য মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারে তাহমিনা বেগম এ ছাড়াও বাকি সবাই বের হয়ে আসতে সক্ষম হয়।তবে এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন দিলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্বার অভিযান চালিয়ে সুর্য মল্লিক ও তাহমিনা বেগমের মৃত দেহ উদ্ধার করে।পরে তাদের লাশ চন্দ্রঘোনা মেডিকেলে হস্তান্তর করা হযেছে বলে জানা যায় আহতরা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন।