বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) পটিয়া উপজেলার সাবেক সভাপতি ও জেলা সিপিবির সদস্য বীরমুক্তিযোদ্ধ মুক্তিমান বড়–য়া (৭৪), মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে হাসপাতালে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক স্ত্রীসহ আত্বীয় স্বজন গুনগ্রহী রেখে গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক, পুর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পটিয়া থানার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ রেলওয়ে হেড কোয়ার্টাস শাখার সাবেক সহ সভাপতিসহ বহু সমাজ কর্ম,
সামাজিক প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি আমৃত্যু বাম প্রগতিশীল আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত থেকে শ্রমজীবী, কর্মজীবী মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। বিপ্লবী এই নেতা ১৯৪৫ সালে ১৫ নভেম্বর পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষন কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদেও হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় সভাপতি
মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা
বেগম শিরু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেও উপজেলা সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক তাপস কুমার দে, বাসদ (মার্কসবাদী)
চট্টগ্রাম জেলার সমন্বয়ক অপুদাশ গুপ্ত, উপজেলা সিপিবির সভাপতি পুলক দাশ, সাধারণ সম্পাদক রেজাউল কবির, পটিয়া উপজেলা বাসদের আহ্বায়ক স.ম ইউনুচ,
সিপিবির পটিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল দে, দক্ষিণ জেলা যুব ইউনিয়ন সভাপতি সনত বড়–য়া,সাধারণ সম্পাদক অনুপম বড়–য়া পারু,
দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি অলক দাশ, দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অনুক চক্রবর্ত্তী।
আজ (বুধবার) বেলা আড়াইটায় পটিয়া উপজেলার চরকনাই পাঁচুরিয়া গ্রামের বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।