নিউজ ডেস্ক
অবশেষে দীর্ঘ ২৭ বছর পর ফাইনাল খেলতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেটের দেশ ইংল্যান্ড কোন বার বিশ্বকাপ নিতে না পারলেও ২৭ বছর আগে পাকিস্তানের সাথে ফাইনালে গিয়েছিলেন এবার আবারো ফাইনাল খেলতে যাচ্ছেন ক্রিকেট খেলার দেশ ইংল্যান্ড অবশেষে প্রতীক্ষার অবসান হলো। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো ইংলিশরা। সেটাও আবার দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে। আজ (বৃহস্পতিবার) পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেট আর ১০৭ বল হাতে রেখে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠেছে ইয়ন মরগানের দল।সেই ১৯৯২ সাল।
সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। সেবার ইমরান খানের পাকিস্তানের কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। তারপর আর ফাইনালেই উঠা হয়নি। আজ (বৃহস্পতিবার) সে আক্ষেপ ঘুচালো ক্রিকেটের জনকরা।ইংল্যান্ডের জন্য অবশ্য ফাইনাল বরাবরই এক আফসোসের নাম। ১৯৭৯ সালে বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় আসরেই ফাইনালে উঠেছিল ইংলিশরা। কিন্তু তখনকার পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল।তারপর এক আসর বিরতি দিয়ে ১৯৮৭ সালে আবারও ফাইনালে, আবারও
স্বপ্নভঙ্গ। চিরপ্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়ার কাছে সেইবার ইংলিশরা হেরে গিয়েছিল মাত্র ৭ রানে। তারপর ১৯৯২-তে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে হারে পাকিস্তানের ইমরান খান পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন মাত্র ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়ে যায় ইংল্যান্ডের।এবার সে আক্ষেপ ঘুচানোর সবচেয়ে বড় সুযোগ। ফর্ম বিবেচনায় ইংল্যান্ডই নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের ফাইনালে থাকবে ফেবারিট। তবে কি এবারই ইতিহাস গড়ে শিরোপা উল্লাসে মাতবেন মরগান-রুট-আর্চাররা? নাকি আরও একবার পুরোনো যন্ত্রণাই বুকের মধ্যে
কাঁদেবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক!আশা করি ইংলিশ ক্রিকেটারদের এবং ইংল্যান্ডের সমর্থকদের আর কাঁদতে হবে না ক্রিকেটের জনক ইংল্যান্ড এবার তা দেখিয়ে দিবেন সারা বিশ্বকে বিশ্বকাপ তাদের ঘরে তুলে ক্রিকেটের জনক দেশ হয়েও বারবার ফাইনাল খেলা থেকে ছিটকে পড়া সেই ইংল্যান্ডে এবার কিছু কি করতে পারবেন? সেটা সময় বলে দিবে।