
নিউজ ডেস্ক
ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সব খেলায বি আই সি গ্যালারিতে বসে দেখতে গেছিল আনুশকা শর্মা সম্প্রতি গেল দেড় মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চুটিয়ে মাস্তি করছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তার সুন্দরী স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। প্রতিটি ম্যাচেই ভিআইপি গ্যালারিতে বসে স্বামীকে অনুপ্রেরণা জুগিয়েছেন আনুশকা। কিন্তু স্বামীর বিজয়লক্ষ্মী হতে পারলেন কই! নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ভারত। বিশ্বকাপের মধ্যেই ক্রিকেটারদের
সঙ্গে বলিউড তারকা উর্বশী রৌতেলার নাম জড়িয়ে শিরোনাম তৈরি হয়েই চলেছে। হার্দিক পান্ডিয়াকে ভারত-পাকিস্তান ম্যাচের পাসের জন্য জ্বালাতন করার পর তিনি আবার বিরাটকে নিয়ে গুঞ্জন ছড়ান।মূলত ওয়াক্স মিউজিয়ামে বিরাটের মূর্তির সঙ্গে সেলফি তুলে সোস্যাল মিডিয়ায় দেন। আর স্বাভাবিকভাবেই ভাইরাল সেই পোস্ট। কোহলিও তাতে গর্ব বোধ করেন।উর্বশীর সেই ছবি দেখে নেটিজেনরা মনের সুখে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। অনেকে এ-ও বলছেন, এবার বোধহয় আর সংসার টিকলো না। বোধহয় বিরাটকে ডিভোর্সই দিয়ে দেবেন আনুশকা! এসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় তার ভক্তদের এসব মন্তব্য করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে
সূত্র – ভোরের পাতা