মোঃ তাজুল ইসলাম মিয়াজী ওমান প্রতিনিধিঃ
ওমানের মেলায় ক্রেতা শূণ্য প্রতি বছরের মতো এ বছরও খারিফ মেলাযর উৎসবের আয়োজন করেছে ওমান ব্যবসায়ী সংগঠন তবে এখনো মেলায় ক্রেতা শূণ্য হোওয়ায় হতাশ ব্যবসায়ীরা ওমান চলছে খারিফ মেলা উৎসব বাণিজ্য মেলা ব্যাবস্যায়ী হতাশ, ওমানে প্রতি বছর এই সময় হয় খারিফ , জমে ওঠে মেলা, বিশ্বের সব জাগায় থেকে এই খারিফ দেখতে আসে পর্যটক, তাই জমে ওঠে মেলা।এই সময় প্রতেক্ষ ব্যাবস্যায়ী আশায় থাকেন মেলায় ব্যাবস্যা করবেন, এই মেলা ব্যাবস্যা করে আসছেন প্রবাসী বাংলাদেশি ব্যাবস্যায়ীরা সহ ওমানি,
ভারতীয়, তুর্কি ব্যাবস্যায়ীরা তবে এই মেলা সবছে বেশি ভূমিকা ও সাফল্য অর্জন করেন বাংলাদেশি ব্যাবস্যায়ী ও ওমানিরা কিন্তু জমে ওঠেনি এখনো মেলা আসেনি ক্রেতারা, কিছু ব্যাবস্যায়ীদের সাথে কথা বলে জানা যায় গত ২০১৬, যে ভাবে জমে ওঠেছে খারিফ মেলা, বিগত ২০১৭-২০১৮, ২০১৯ তা জমে ওঠেনি এই খারিফ, কারন নেই কোন বৃষ্টি, নেই ঠান্ডা হাওয়া, খারিফ বলতে ঘনো কুয়াশা হালকা বৃষ্টি,এটাই খারিফ।তা এখনো দেখা দেইনি। শহর গুলোতে, শুধু পাহাড় অঞ্চল গুলিতে কিছুটা দেখা যায় ঘনো কুয়াশা হালকা বৃষ্টি, তাই এখনো
শহর গুলোতে মেলা জমে উঠেনি। মেলা চলছে ১০ জুলাই থেকে এখনো খরিফের কোন কিছুয় দেখা যাচ্ছে না।এই মেলা পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য নাচে গানে ও সার্কাসের আয়োজন করে যা দেখতে দেশ বিদেশের মানুষ ছুটে আসে ওমান সালালাহ্।ওমানিদের সাথে কথা বলে জানা যায় চলিত মাসের শেষের দিকে কিছুটা খারিফ জমতে পারে বলে জানান তারা!মেলায় ক্রেতার উপস্থিতি না থাকায় বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিছুটা হতাশ হয়েছেন বলেও জানান ব্যবসায়ীরা তবে তারা আশায় আছেন মাসের শেষের দিকে ব্যবসা হবে বলে আশা করছেন তারা।