
গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার উদ্যাগে এশিয়া মহাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া হযরত হাফেজক্বারী ছৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহ:) এর ৬০তম ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত স্বারক আলোচনা ও মাহফিল সম্প্রতি গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটি শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় কমিটির
সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইয়াছিন, অর্থ সম্পাদক হাজী মুহাম্মদ তৌহিদুল করিম, সহ-অর্থ সম্পাদক সরওয়ার আলম, ধর্মীয় সম্পাদক আলহাজ্ব হাফেজ সিরাজুল হক, গাউসিয়া কমিটি দুবাই আবির শাখার আহবায়ক মুহাম্মদ মাহবুবুল আলম, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি দুবাই রাশেদিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সেলিম উদ্দিন তৈয়বী, আলহাজ্ব মাওলানা ফারুক আজিজি, মাওলানা ওসমান গনি, গাউসিয়া কমিটি
দুবাই ইন্টারন্যাশনাল সিটির সহ সভাপতি মুহাম্মদ শওকত হোসেন, সাধারণ সম্পাদক নিয়াজুল করিম রানা, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহাজাহান, ইলিয়াছ আজম প্রমূখ। স্বারক আলোচনায় বক্তরা বলেন হযরত ছৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহ:) নবীদ্রোহী, ধর্মদ্রোহী ও ইসলাম বিদ্বেষীদের ছিলেন আপোষহীন সিপাহিশালার, সালফ-ই-সালিহীনের অনুসৃত পথ ও মত কে ধারণ করে তিনি এদেশে হানাফি মাযহাব ও সুন্নীয়ত প্রতিষ্ঠাই ছিলেন অগ্রনায়ক, এক কথায় বলতে গেলে হযরত ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহ:) পদচারণায় স্বদেশ ছাড়াও সুদূর আফ্রিকা, মায়ানমার (বার্মা), ভারত ও বাংলাদেশে বিদ্যামান।