
চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু উলামা পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বাকলিয়া অস্থায়ী কার্যালয়ে অদ্য ৩১ জুলাই, সকাল ১০ ঘটিকায় সংগঠনের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিন সুলতানীর স ালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম উপ-কমিটির সদস্য বঙ্গবন্ধু ওলামা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা রবিউল আলম ছিদ্দিকী। এসময় আরও
উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান চৌধুরী, মাওলানা মুহাম্মদ জাকের উল্লাহ, হাফেজ মুহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মুহাম্মদ মিজবাহ উদ্দিন, হাফেজ মুহাম্মদ এহসান ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত প্রস্তুতি সভায় ১৫ আগস্ট সকাল ৭ ঘটিকায় দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয় থেকে শোক র্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা
সভা অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট বাকলিয়া ওয়াজের পাড়া আল আমিন জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৭ আগস্ট হযরত শাহ আমানত খান (রহ.) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য সভাপতি মাওলানা রবিউল আলম ছিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।