
নিজস্ব প্রতিবেদক
রাজনীতির বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে আজ শনিবার বিএনপি রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আজ শনিবার বিকেল ৫ টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে যথারীতি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।
লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন বলেও জানা যায় এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আজ শনিবার বিকেল ৫টার দিকে গুলশানের চেয়ারপারসনের অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে