
অবিলম্বে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান দিন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন, অপহরণ, গুম ও গুজবের নামে মানুষ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ান পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন, অপহরণ, গুম ও গুজবের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য নারী সংঘ, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চেরাগী মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব ঘুরে শহরের
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। নারী সংঘের নগর শাখার সভাপতি রেশমি মারমার সভাপতিত্বে ও পিসিপি নগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমার স ালনায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি চবি শাখার সভাপতি ত্রিরত্ম চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদীকা মন্টি চাকমা। এতে আরো সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, চবি সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক মাঈদুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম অ লের সভাপতি এড. ভুলন ভৌমিক ও চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রোজিনা বেগম। চবি শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, জুলুম, অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ৭১’সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু সেই মুক্তি এখনও অধরাই রয়ে গেছে। সম্প্রতি গুজবে মানুষ পিটিয়ে মারার ঘটনায় গভীর উদ্ধেগ জানিয়ে তিনি আরো বলেন, রাষ্ট্রের প্রতি আস্থা নেই বলে জনগণ আজ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। তিনি অবিলম্বে খুন, গুম ও গুজবের ঘটনার কারণগুলো উৎঘাটন করে জনগণের মাঝে বিরাজমান আতংক দূর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতায় তীব্র সমালোচনা করে এড. ভুলন ভৌমিক বলেন, ডেঙ্গুকে মহামারী ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেই বিদেশ সফরে গেছেন। এই ঘটনায় দেশের জনগণের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেন। দেশে বিচার ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি আরো বলেন, হাইকোর্ট, সুপ্রীমকোর্ট সবকিছুই প্রধানমন্ত্রীর নির্দেশেই পরিচালিত হচ্ছে। হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে উদ্ধারের জন্য সরকারের নীরব ভূমিকা তারই ইঙ্গিত বহন করে। চবি’র সাবেক শিক্ষার্থী রোজিনা বেগম বলেন, পাহাড় এবং সমতলে কোথাও সাধারণ মানুষের নিরাপত্তা নেই। বাংলাদেশকে সবার বসবাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি সরকারের নিকট দাবি জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, পাহাড়ে গ্রেফতার বাণিজ্য চলছে। ইউপিডিএফ নেতাকর্মী ছাড়াও সমর্থক শুভাকাক্সক্ষী এমনকি সাধারণ লোকজনকে গ্রেফতার করে অস্ত্র গুঁেজ দিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠানো হচ্ছে। তারা অবিলম্বে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা উদ্ধারসহ নারী শিশু নির্যাতন বন্ধ ও গুজবের নামে নিরীহ মানুষ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে আহ্বান জানান এবং একই সাথে বান্দরবানে লামা উপজেলায় মেরিডিয়ান কোম্পানী কর্তৃক ¤্রাে সম্প্রদায়ের ভূমি বেদখল বন্ধের আহ্বান জানান।