
বিজয়’৭১ ও বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অদ্য ২ আগস্ট সকাল ৮টায় চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. গাজী সালাউদ্দিন, পদার্থ বিজ্ঞানী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, ড. জিনবোধী ভিক্ষু, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, সংগঠনের সভাপতি সজল চৌধুরী, বিজয়’৭১’র
কার্যকরী সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক আলী আহমেদ শাহিন, সম্মিলিত মুক্তিযোদ্ধার সন্তান পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন ডা: আর কে রুবেল, মিলন কান্তি দেবনাথ, ডা. অপূর্ব দর, এস কে পাল সুজন, প্রশান্ত চৌধুরী যিশু, লায়ন আবু ছালেহ, ডা: প্রণব মজুমদার। পুষ্পমাল্য অর্পনের পর বিভিন্ন স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। এসময়
বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার অগ্নিপুরুষ। তিনি তার জীবন ধারায় বাঙ্গালী এবং বাংলাদেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে শোকাতুর এ মাসে বৃক্ষরোপনের মত মহৎ কর্মকান্ড নিয়ে আমাদের কার্যক্রম শুরু করলাম। সবুজ পৃথিবীর মাঝে আগামী প্রজন্ম নতুন সজীব প্রাণের উন্মেষ ঘটাবে এ হোক আমাদের সাধনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে পারলেই বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তানের শতবার্ষিকী পালন সার্থক হবে।