
অদ্য ৭ আগস্ট সকাল ১১ টার সময় ডিসি রোড, চাঁন মিয়া মুন্সি লেইন, কালাম কলোনীতে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা’র নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে সচেতন মূলক লিপলেট বিতরণ করা হয়। তিনি চকবাজারের বিভিন্ন কলোনি, দোকান ও রাস্তা ঘাটে লিপলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ আবসার, মোঃ মোগুল হোসেন, মোঃ
মনজুর, মোঃ ইসকান্দর শাহ্ জনি, মোঃ মনছুর সওদাগর, মোঃ ওয়াহেদ, মোঃ মুজিবুউদ্দোল্লা, মোঃ ইয়াকুব, মুন্নি, কানিজ ফাতেমা প্রমুখ। সময় থানা ও ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।