অদ্য ৭ আগস্ট বুধবার বিকাল ৪.৩০ ঘটিকায় পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠান পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা দিপক ভট্টাচার্য্য, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক আবু মোহাম্মদ আবসার উদ্দীন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের নুরুল আমিন মানিক। এসময়
আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা মোঃ সালাউদ্দিন, মোঃ আবদুস সালাম, মাস্টার জসিম উদ্দিন, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান শিকদার, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, এড. তপন কুমার দাশ, মিলন বিশ্বাস, সাধন দাশ, উত্তম কুমার দাশ, এড. উজ্জ্বল দাশ সুজিত, প্রকাশ কুয়ার জৈন, মোঃ আবু বক্কর, মোঃ এনামুল হক এনাম, যুবলীগ আফজাল হোসেন আজু, শুভ দাশ, ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজীর, শুভ দাশ, প্রবাল দাশ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রোকন বলেন, বৃক্ষ মানুষের
প্রাণ, বৃক্ষ মায়ের মত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরার মত প্রাকৃতিক দূর্যোগ প্রতিনিয়ত বাড়ছে। বৃক্ষ বায়ুমন্ডলের কার্বণ-ডাই অক্সাইড অপসারণ করে জলবায়ু পরিবর্তন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপন অভিযানকে সার্থক ও সফল করে তুলতে এবং সমৃদ্ধি অর্জনের লক্ষে অধিক হারে বৃক্ষরোপনের উপর গুরুত্বপূর্ণ করেন।