
ছাতক প্রতিনিধি:
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের একমাত্র প্রধান চলাচলের রাস্তাটি বর্তমানে চলাচলে অনুপযোগী। পথচারীদের পথ চলতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ এলাকার ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসা, মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পড়ুয়া শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসা-যাওয়া চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, এ রাস্তার মতো এত অবহেলিত রাস্তা উপজেলায় আর কোথাও নেই বললেই চলে। জনগণের দুর্ভোগ এড়াতে এ রাস্তাটি নির্মাণ বা পুনসংস্কার করে চলাচল উপযোগী খুবই জরুরি। এ রাস্তা
সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন স্থানীয় এলাকাবাসী। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কেউই সড়কটি মেরামত করার জন্য এগিয়ে আসছেন না। অল্প বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদা জমে যাওয়ায় বর্তমানে এ সড়কটি মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। বিশেষকরে এ রাস্তা দিয়ে প্রত্যহ যাতায়াত করতে গিয়ে সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল-মাদরাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, বার-বার নির্বাচিত এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য এই এলাকার জনগনের ভোটে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব
করেছেন। কিন্তু ৫নং ওয়ার্ডের শেওলাপাড়ার রাস্তাটির প্রতি আজো কোন জনপ্রতিনিধি নজর দেননি। স্থানীয়ভাবেও কেউ রাস্থাটির উন্নয়নে এগিয়ে আসছেন না। জনস্বার্থে দ্রুত এ রাস্থাটি সংস্কারের ব্যবস্থা গ্রহনে মাননীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।