
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিদন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে ৯নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার প্রজননস্থান ধ্বংসের লক্ষ্যে জনগণকে সচেতন হতে হবে। এ লক্ষ্যে বাড়ীর আঙ্গিনা ও আশপাশের সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অদ্য ৮ আগস্ট সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ওয়ার্ডের ফয়’স লেক, আকবর শাহ্, শহীদ লেইন, পাঞ্জাবি লেইন, ফিরোজ শাহ্, পূর্ব ফিরোজ শাহ্, কৈবল্যধাম আবাসিক এলাকা সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ক্রাশ প্রোগ্রাম
অনুষ্ঠিত হয়। এসময় ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও প্রচার পত্র বিলি করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোঃ জসিম উদ্দিন, ওয়ার্ডের সচিব বাবলু দাশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। ফিরোজ শাহ্ বড় মাদ্রাসা প্রাঙ্গণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে দেশের বিভিন্ন স্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফিরোজ শাহ্ বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মঈন উদ্দীন। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।