ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার বাদে-মর্যাদ (পালপুর) গ্রামের এক নিরীহ মহিলা ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলাধীন জালারপুর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালন করে ভোক্তভোগী পরিবারের সদস্যরা। মানবন্ধনে নির্যাতিত মহিলার স্বামী আব্দুল মছব্বির বলেন, একিই বাড়ীর বাসিন্দা মৃত আহমদ আলীর পুত্র রানা মিয়া, আজির উদ্দিন শিশু মিয়া, আলতাব আলীর
পুত্র মিলাদ হোসেন, মৃত মখদ্দুছ আলির ছেলে ইউনুছ আলী, ফজর আলীর ও আরশ আলী, মৃত আহমদ আলির পুত্র সোহেল মিয়া গংদের সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা ও থানায় একাধিক অভিযোগ এবং সাধারন ডায়েরী রয়েছে। আদালত ও থানায় দায়েরী মামলা প্রত্যাহার করার জন্য প্রতিপক্ষের সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকি-ধামকিতে আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। তাদের ভয়ে রাস্তা দিয়ে ছেলে মেয়েরা রীতিমত স্কুল, মাদরাসায় যেতে পারছেনা।
গত ৭ আগষ্ট বুধবার সকালে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে একই গ্রামের মৃত আব্দুল্লাহ’র পুত্র ফরিদ মিয়ার নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশিয় অ¯্র নিয়ে আমার ববসত ঘরে হামলা চালায়। এ সময় আমাকে না পেয়ে হামলাকারীরা আমার স্ত্রী মিতা বেগমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এমনকি হামলাকালীরা আমার স্ত্রীকে টানা-হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। একপর্যায়ে মৃত ভেবে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি
হাসপাতালের বেডে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার দিন রাতেই মৃত আব্দুল্লাহ’র পুত্র ফরিদ আহমদসহ ১০ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাদে-মর্যাদ (পালপুর) গ্রামের জয়তুন বিবি, ছালেমা বেগম, রিয়াজ উদ্দিন, জোৎসনা বেগম, গিয়াস উদ্দিন, আনু বাবু, আব্দুর রহিম, কমরু মিয়া প্রমুখ। মানবন্ধনে ফরিদ আহমদসহ সকল হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রসাশনের উর্দ্বতম কতুপক্ষের সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।