মহিলা কলেজ চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়ান দিবস ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা “হৃদয় আকাশে তুমি ধ্রুবতারা” গত ৮ আগস্ট দিন ব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ এনামুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজ’র গর্ভনিং বডির সম্মানিত সদস্য জামশেদুল আলম চৌধুরী। অত্র কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন ফেরদৌসি’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অত্র
কলেজ শিক্ষকবৃন্দ ও প্রাণপ্রিয় ছাত্রীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ। অত্র কলেজ অধ্যাপক তাসকিয়া-তুন-নূর’র স ালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ এনামুর রশিদ চৌধুরী জাতির জনকের মহানুভবতা, ত্যাগ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে চিত্রায়িত হয় মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মহিমা। সভাপতির বক্তব্যে অত্র কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বর্তমান ছাত্র ছাত্রী সমাজকে মুক্তিযুদ্ধের ও জাতির জনকের মহীমাকে হৃদয়ে ধারণের জন্য আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে জাতির জনক’র উপর রচনা প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।