জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের নিজস্ব তহবিল থেকে অদ্য ২৪ আগস্ট সকাল ১০ ঘটিকায় চন্দনাইশ বৈলতলী ইউনিয়ন পরিষদ এ দরিদ্র-দুস্থদের মাঝে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমদ সওদাগরের সভাপতিত্বে চাল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক সমীরণ দাশ তপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিচ মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন সওদাগর, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান বাহাদুর, চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য এস.এম. সায়েম, আবুল কাশেম নুরী, উপজেলা যুবলীগ নেতা গাজী ইব্রাহিম, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম
আজাদ মেম্বার। যুবলীগ নেতা মোঃ শহীদ, সাজ্জাদ ইমরান সাইফু, বজল আহমদ, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজাহান, মোঃ সোহেল, জনি বড়–য়া, মোঃ ইব্রাহিম, মুরাদুর রহমান, মোঃ মোজাফ্ফর, মোঃ বক্কর, ইউনিয়ন ছাত্রলীগ’র সভাপতি আজিজুর রহমান রিকন ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমান প্রমুখ। এসময় প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতী দিনমুজুর মানুষের নেতা। আজকের এই শোকের মাসে গরীব ও মেহনতী মানুষের পাশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অন্যতম দায়িত্ব ও কর্তব্য। তাই আওয়ামী লীগের সর্বস্তরের নেতকর্মীদেরকে অসহায়, মেহনতী, গরীব ও দুস্থদের পাশের থাকার আহ্বান জানান।