
জসিম উদ্দিন,বেনাপোল প্রতিনিধি
অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধে অবৈধ পথে যাতে কেউ সীমান্ত টপকাতে না পারে সে বিষয়ে স্থানীয় জনগনের সাথে এক মতবিনিময় সভায় বিজিবির কঠোর হুশিয়ারী — অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধে অবৈধ পথে যাতে কেউ সীমান্ত টপকাতে না পারে সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগনের সাথে এক মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী দেয়া হয়েছে বিজবির পক্ষ থেকে। সীমান্তের ১৫০ গজের ভেতর যাতে কেউ ৩ ফুট উচ্চতার উর্দ্ধে ফসল উৎপাদন করতে না পারে সে বিষয়ে নিষেধাঞা আরোপ করা হয়। বেনাপোল’র পুটখালী বিজিবি ক্যাম্প চত্বরে গতকাল বিকেলে
অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান।২১ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল ইমরান উললাহ সরকার’র সভাপতিত্বে বক্তব রাখেন , বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল , ্এএস পি জুয়েল ইমরান ও বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন এ সময় বক্তব্য রাখেন।এর আগে পাঁচভূলাট সীমান্তে চোরাচালানীদের ছোড়া বোমায় নিহত হাবিলদার আকমল হোসেনের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ভবিষ্যৎ যাতে এমন অপ্রিতিকর ঘটনা না ঘটতে পারে সেজন্য সবাই সজাগ থাকার নির্দেশ দেন। চোরাচালান রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের জন্য জোর আহবান জানান বক্তারা।