হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.)-এর হাতেগড়া ছুন্নী ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলাধীন চরমহল্লা ইউনিয়ন শাখার ২০১৯-২০ সেশনের কাউন্সিল ও অভিষেক গতকাল ২৬শে আগষ্ট ২০১৯ ইং সোমবার বিকাল ৩ টায় চরচৌলা হাফিজিয়া মাদ্রাসা কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে।বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন ইমরান হোসাইন।
এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন ছাতক উত্তর উপজেলা আল ইসলাহর সহ সভাপতি নজমুল হক নসিবী। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা আলী আহমদ নাঈম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সহ অফিস সম্পাদক সদরুল আমিন মোজাহিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক (উত্তর) উপজেলা আল ইসলাহর সাধারন সম্পাদক মাওঃ কবির আগমদ লতিফি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ শাখা তালামীযের সভাপতি ছাত্রনেতা আলী আসগর, চরচৌলা
হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা সুপার মাওঃ নাছির উদ্দীন নাজিমী, উপজেলা তালামীযের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান ফয়ছল, ইউপি আল ইসলাহ সভাপতি ক্বারি হেলাল আহমদ।কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাবেদ আহমদকে সভাপতি ও হাবিব আহমদকে সাধারণ সম্পাদক এবং ছালিক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি ইমরান হোসাইন, শামিম আহমদ, হাফিয ছালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, প্রচার
সম্পাদক ফারহান রহমান, হাফিয সেলিম আহমদ, রেদ্বওয়ান আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, অফিস সম্পাদক নসিব আলী, লোকমান হোসেন, প্রশিক্ষন সম্পাদক জায়েদ আহমদ, আলমগীর হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু বকর, সাইফুল ইসলাম, মিনহজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম,রমজান আলী, রফিকুল ইসলাম। সদস্য, কামরুল, কামরান, জয়েদ, তোফায়েল