
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশহিসেবে চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ২৭ আগস্ট বেলা ১১টায় ষোলশহর জংশন স্টেশনে স্টেশন মাস্টারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টেশন মাস্টারদের বেতন বৈষম্যের উপরে আদালতের রায় বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে এক ও ঐক্যবদ্ধভাবে থেকে কর্মসূচীর মাধ্যমে রায় বাস্তবায়ন করার গুরুত্বারুপ করে বক্তারা আরো বলেন, মহামান্য সুপ্রীমকোর্টের মামলার রায় যথাযথ বাস্তবায়নের জন্য রেল প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, রেল সেবা যথাযথ কার্যকর
করার জন্য সবসময় আপ্রান চেষ্টা করে রেলওয়েকে লাভজনক করার ব্যাপারে রেল স্টেশন মাস্টার ও প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে সৎ ও ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। সংগঠনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মো: জাফর উল্লাহ মজুমদারের সভাপতিত্বে ও এস এম ফকরুল ইসলাম পারভেজের স ালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দিদার হোসেন। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু
জাফর মজুমদার, আরিফুল ইসলাম, মো: লোকমান খান, মো: আবু জাফর, মো: শামসুজ্জামান বাপ্পি, কা ন ভট্টাচার্য, আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম ভূইয়া, কেন্দ্রীয় ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদের ইকবাল হোসেন, অনুপম দে, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, তন্ময় চৌধুরী, তান্নি বড়–য়া, নাহিদা হোসেন, তানিয়া, ফারজানা আফরোজ, শাহাদাত হোসেন প্রমুখ।