
এ বি নিউজ ডেস্ক :
মঙ্গলবার বিকাল ৪:৩০ নাঙ্গলকোট বাঙ্গড্ডা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী সাংবাদিক মোঃতাজুল ইসলাম মিয়াজীর খালাতো ভাই নাহিদ গুরুতুরু আহত।জানা যায় বাঙ্গড্ডা থেকে শান্তির বাজার যাওয়ার পথে অপর দিগ থেকে দূরত বেগে আসা মোটরসাইকেল একটি মাহিলা কে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, এতে নাহিদের মোটরসাইকেল সাথে ধাক্কালেগে এই দুর্ঘটনাঘটে, পরে অপর
মোটরসাইকেলের ব্যাক্তি দূরত বেগে র্ঘটনাস্থল ত্যাগ করে,পরে নাহিদকে পথচারীরা উদ্ধার করে হলি পাওয়া হাসপাতালে নেওয়া হয়।এবং চিকিৎসক তার বুকের একটি হাড় ভেঙ্গে যায় বলে জানান এবং উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পাঠিয়ে দেওয়া হয়।