নিজস্ব প্রতিবেদক
৩নং নারায়ণহাটের অন্তর্গত দক্ষিণ জুজখোলা তরুণ সংঘের উদ্যোগে পবিত্র কোরআন শিক্ষা ফোরকানিয়া পাঠশালা দক্ষিণ জুজখোলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শুভ উদ্বোধন হয়.।এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেনঃ- শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দক্ষিণ জুজখোলা সমাজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মাষ্টার সেলিম উদ্দীন সাহেব.।এতে আরো উপস্থিত ছিলেনঃ- ৩নং নারায়ণহাটের নিকাহ্ রেজিস্টার ও দক্ষিণ জুজখোলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওঃ কাজী আবু বক্কর হোসাইনী সাহেব.।এতে আরো উপস্থিত ছিলেনঃ- দক্ষিণ জুজখোলা
সমাজ পরিচালনা পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব মাওঃ আব্দুল মাবুদ হোসাইনী সাহেব.।উক্ত শুভ উদ্বোধন পাঠশালাই আরো উপস্থিত ছিলেনঃ- ৩নং নারায়ণহাট ইউনিয়নের ইউ.পি সদস্য জনাব আব্দুল করিম (বাবুল) সাহেব.।উক্ত পাঠশালাই আরো উপস্থিত ছিলেনঃ- দক্ষিণ জুজখোলা সমাজ পরিচালনা পরিষদের সদস্য জনাব হাজী আবু তাহের সাহেব,জনাব আবুল হোসেন,জনাব মুহাম্মাদ শফি,জনাব আমানউল্লাহ রাসেল.।আরো উপস্থিত ছিলেনঃ- দক্ষিণ জুজখোলা তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ.।