
আল ওমায়ের
নগরীর বহদ্দারহাট মোড়, প্রতিনিয়ত অসংখ্য মানুষের আনাগোনা। যেখানে সাধারণ মানুষ হাঁটাচলা করার জন্য ফুটপাত থাকলেও তা এখন দখল করে আছে হকার ও হাইয়েস মাইক্রোবাস ড্রাইভাররা।কিছুদিন আগে বহদ্দারহাট মোড়ে হকারদের দখলে থাকা দোকানপাট গুলো উচ্ছেদ করে দিয়েছিলো পুলিশ কিন্তু এখন আবার তারা দখল করা শুরু করেছে ইতিমধ্যে খাজা রোড থেকে শুরু করে বহদ্দারহাট মোড় পর্যন্ত তারা দখল করে আছে। এতে করে পথচারীদের হাঁটাচলায় অনেক সমস্যা সৃষ্টি হয়। এমনকি জীবনের ঝুকিতে পথচারীরা। তাছাড়া এর কারণে লেগে থাকে সর্বক্ষণ যানজট। আর
ঐদিকে হাইয়েস মাইক্রোবাস ড্রাইভাররাও দখল করে রেখেছে ফুটপাতের একাংশ। ঐখানে চলছে সারাক্ষণ যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতা।এসবকিছুর মধ্যে সকল ভোগান্তিতে পরছে সাধারণ পথচারীরা। তাছাড়া প্রতিদিন চলছে চাঁদাবাজি, একদল বখাটে হকারদের কাছ থেকে প্রতিদিন চাঁদা আদায় করে যাচ্ছে যা আমাদের জানিয়েছেন সকল হকার। তারা আরো বলেছেন তারা সবাইকে চাঁদা
দিয়ে ফুটপাতে ব্যবসা করছে দখল করে নয়।একই কথা বলেছেন হইয়েস মাইক্রোবাস ড্রাইভার গুলো।নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক এলাকাবাসী আমাদের জানিয়েছেন এভাবে তীব্র হারে বেড়েছে চাঁদাবাজি, তাদের নেপথ্যে বসছে এইসব অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড আর হকাররা। তিনি আরো বলেন এভাবে প্রতিনিয়ত বাড়ছে গ্যাংস্টার আর চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে লেগে থাকে প্রতিনিয়ত তাদের মারামারি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সবকিছু ঠিক হয়ে যাবে বলছেন তিনি।