
ছাতক প্রতিনিধি:
ছাতকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ গোলাম কবির।সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান শেষে নিজ কর্মস্থল ছাতকে এসে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। নাটোর সদর উপজেলা থেকে বদলী হয়ে তিনি ছাতকে এসেছেন। সোমবার বিকেলে তিনি নিজ কার্যালয়ের সামনে এসে পৌছলে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করেন। পরে তিনে নিজ কাযালয়ে প্রথম দিন হিসেবে উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত
বিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, আফতাব উদ্দিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা জুলকার নাইন, মাওলানা নূরুল হকসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।