
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের পুরাতন চাঁদগাও থানা, এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরির আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা, চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকায় ক্যাবল টিভির (ডিশ) ব্যবসায়িক বিরোধে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ জিয়াদ (২৩)নামে এক যুবক। ক্যাবল ব্যবসায়ী জাহিদ হোসেনকে তার ছোট ভাই জিয়াদ বাঁচাতে গেলে হাতাহাতির একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে জিয়াদকে সন্ত্রাসীরা, রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বখাটেরা উপর্যুপরি ছুরিকাঘাত করে জিয়াদকে।
এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এ বিষয় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম অজানা বাংলাদেশকে বলেন, স্থানীয় পাঠানিয়া গোদা এলাকায় জিয়াদের বড় ভাই ক্যাবল টিভির ব্যবসা করেন। তার কাছে কয়েকজন যুবক চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা
দিতে অস্বীকৃতি জানালে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে জিহাদের বড় ভাইয়ের উপর হামলা করে সন্ত্রাসীরা, ভাইকে বাঁচানোর জন্য গেলে সন্ত্রাসীরা জিয়াদের পেটের ডানপাশে ছুরিকাঘাত করে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান চাঁদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি আবুল কালাম।