
মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ
সন্তানকে মানুষ করতে ভালো কাজের। সন্ধানে অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছেন দুই সন্তানের জননী ৮ মাস, আগে দুই সন্তান নিয়ে ভারতে কাজ করার সময় ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হন এই নারী দীর্ঘ আট মাস পর তার বাবার কাছে দুই সন্তানকে হস্তান্তর করে ভারতীয়, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেন। ভালো কাজের প্রলভনে পড়ে স্বামী সন্তানদের ভাল রাখার আশায় দালালের খপ্পরে পড়ে ২ শিশু সন্তান কে সাথে নিয়ে ভারতে যায় মা রেক্সোনা বেগমের।সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয় তারা। ঘটনাটি
আজ থেকে আট মাস আগের। গত ফ্রেরুয়ারী মাসে কলকাতার শিয়ালদহ স্টেশন এলাকা থেকে ভারতীয় পুলিশের হাতে আটক হন পিরোজপুর জেলার ইনদুরকানি থানার বালিপাড়া গ্রামের মাসুমের স্ত্রী রেক্সোনা এবং তার ২ শিশু সন্তান নাঈম (১২)ও রাহান উদ্দিন (১০)। পরে ভারতীয় পুলিশ রেক্সোনাকে কোলকাতার আলীপুর সেন্ট্রাল জেলে এবং শিশু সন্তানদের বারাসাত কিশোলয় চিলডেন হোমে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন সেল্টার হোমে থাকার পর সেল্টার হোম কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো ব্যবস্থা করে। উভয় দেশের আইনী প্রক্রিয়া শেষে আজ শনিবার (২১ই সেপ্টেম্বর) বিকাল ৫
টায় ভারতীয় বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করে। বিজিবি ২ শিশুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে ।বেনাপোল পোর্ট থানার এএসআই আব্দুল লতিফ জানান, শিশুদের পিতার মাসুমের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।