সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা এম এ মান্নানের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১০টায় মরহুমের পল্টন রোডস্থ কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনের নেতৃত্বে এসময়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর হোসেন, সাইফুল আলম সাইফু, নুরুল আমিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শাহ্, তারেক হায়দার বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সলিল চৌধুরী, সদস্য আজম খান, জাহাঙ্গীর খান, রনি ধর, তৌহিদুল আলম, আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কবর জেয়ারত ও মোনাজাত করেন।