
মোঃলিমন মিয়া: সরিষাবাড়ী প্রতিনিধি
“এডভোকেট মতিউর রহমান রেলওয়ে স্টেশন “থেকে ২০০ গজ উত্তরে (শনিবার) বেলা ১১:৩০ মি: জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট (বাজার রোড) নাপিত বাড়ী সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় ভূঞাপুর থেকে আসা চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে নিহত হন ভ্যান চালক। মেন্দার বেড় এলাকার মোঃনজরুল ইসলামের বড় ছেলে মোঃ শেখ ফরিদ(২৫) ছিলেন একজন ভ্যান চালক।তার সাথে তাকা এক লোক জানান সকাল থেকে তারা ইট টানার কাজে নিয়োজিত ছিলেন।
এলাকাবাসী জানান রেলওয়ে জায়গা দখল করে গড়ে উঠা অবইধ বসতবাড়ির কারনে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনের গতিবেগ বুজতে না পারার কারনে একই স্থানে অনেক দিন আগেও আর একটি দুর্ঘটনা ঘটেছিল আর একটি দূরঘটনা অথচ সেখানে নেই কোন রেলওয়ে সিগনাল। এই দুর্ঘটনার পরে, এলাকাবাসীর দাবি এখানে অতি দ্রুত রেল সিগনাল বসানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনতা।