
মানবাধিকার বাস্তবায়ন কমিশন-চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে সংগঠনের চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির সকল মানবাধিকার সংগ্রামীদের নিয়ে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম নগরীর জিইসি সেন্ট্রাল শপিং এর চতুর্থ তলায় জিইসি প্লেস হলরুমে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি রোটারিয়ান গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার
উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সিএমপি সাবেক এডিশনাল উপ পুলিশ কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনি অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক শারমিন সুলতানা মৌ। বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি যথাক্রমে মোঃ জসিম উদ্দিন, মোঃ আবদুল হান্নান, আলহাজ্ব জালাল ইবরাহীম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন মুরাদ, যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ
সাইফুদ্দিন শান্ত, আবু রায়হান পারভেজ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন সালমান, আকবর শাহ থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন শাহ, বায়েজিদ থানা কমিটির সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক মনসুর আলী, আবদুল মান্নান সহ প্রমুখ। উক্ত আয়োজনে চারজন শ্রেষ্ঠ মানবাধিকার সংগ্রামীকে মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় সন্মাননা ক্রেষ্ট দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রামের স্বনামধন্য কেবল অপারেটর সিএমসিএল’র সম্মানিত পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন। মানবিক গুণাবলি ও সাংগঠনিক
দক্ষতার স্বীকৃতি স্বরূপ সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির মহিলা সম্পাদিকা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটি আহবায়ক শারমিন সুলতানা মৌ। মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় বিশেষ ভুমিকা রাখায় আকবর শাহ থানা কমিটির সহ-সভাপতি বিশিষ্ট নারীনেত্রী সবিতা রানী বিশ্বাস। মাদক বিক্রি নির্মুলে ও মাদক ব্যবসা বন্ধ করতে বিশেষ অবদান রাখায় ১০নং উত্তর কাট্টলী নিবাসী ও আকবর শাহ থানা কমিটির মহিলা নেত্রী সোমা সিংহ।