চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ’র উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সংগঠনের সভানেত্রী সাবেক এমপি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনার পরিচালনায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি দীপিকা বড়–য়া, রেহেনা ফেরদৌস চৌধুরী, যুগ্ম সম্পাদক এড. পাপডী
সুলতানা, কাজী শারমিন সুমী, সাংগঠনিক সম্পাদিকা ববিতা বড়–য়া, দপ্তর সম্পাদিকা সি তা বড়–য়া, বন ও পরিবেশ সম্পাদিকা নিলুফার জাহান বেবী, তামান্না সুলতানা, মোমেনা আক্তার নয়ন, বানাজা বেগম, জেবুন্নেসা জেবু, বিবি জয়নাব লাকী প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য রেহেনা ফেরদৌস চৌধুরী। সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে যুগোপযোগী ভূমিকা রেখে যাচ্ছে। যার সুযোগ্য
নেতৃত্বে আজ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে সারাবিশ্বের কাছে অনুকরণ যোগ্য। বাংলাদেশের সর্বক্ষেত্রে নারীদের উচ্চ আসনে প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহিয়সী ও দেশপ্রেমিক নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ সকল স্তরের মানুষের কাছে আদর্শের বাতিঘর হিসেবে প্রেরণা যোগাচ্ছে। আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কর্মকান্ড এবং মহৎ রাজনীতির মাধ্যমে
এদেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেত্রী হিসেবে সমগ্র বিশ্বের মানুষের কাছে আদর্শের অনুকরণ যোগ্য ব্যক্তি হিসেবে সুপরিচিত। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে মহিলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে সরকারের বহুমুখী কাজে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।