
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গতকাল ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় সংগঠনের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সৈয়দ নুরুল
আবছার, যুগ্ম সম্পাদক মোঃ নবাব আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, বাবু সত্য বড়–য়া, জহির উদ্দিন বাবর, প্রচার সম্পাদক আব্দুল মোনাফ চৌধুরী, দপ্তর সম্পাদক হারাধন দাশ গুপ্ত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, ইদ্রিচ পানু, সুজন দত্ত, আবুল হোসেন শুভ, মোঃ হারুন উর রশিদ, মিজানুর রহমান চৌধুরী, মোঃ আলী আশরাফ প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেত্রী হিসেবে সমগ্র বিশ্বের মানুষের কাছে আদর্শের অনুকরণ যোগ্য ব্যক্তি হিসেবে সুপরিচিত। মহিয়সী ও দেশপ্রেমিক নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা
আজ সকল স্তরের মানুষের কাছে আদর্শের বাতিঘর হিসেবে প্রেরণা যোগাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে যুগোপযোগী ভূমিকা রেখে যাচ্ছে। যার সুযোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কর্মকান্ড এবং মহৎ রাজনীতির মাধ্যমে এদেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখি। সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ