নিজস্ব প্রতিবেদকঃ
গত কয়েকদিন ধরে চলমান অভিযানে, দেশের বিভিন্ন জায়গায় ক্যাসিনো ও জুয়ার আসর সহ বিভিন্ন অবৈধ। স্পটগুলোতে অভিযান চালিয়ে, সেগুলো বন্ধ করে দেওয়া হয় এক পর্যায়ে জাতীয়। সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এক বিতর্কিত মন্তব্যে করে ফেঁসে যান তিনি এরপর শামসুল হকের ছেলে নাজমুল। করিম চৌধুরী মদ খাওয়ার ভিডিও সহ এ কে – ৪৭ দিয়ে মহড়ার ভিডিও ভাইরাল, হয়।এরপর শুরু হয় সোশ্যাল মিডিয়ায় বক্তব্যের ঝড়,এরপরে আর শনিবারে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের এ কে -৪৭ চালনার একটি
ভিডিও শুক্রবারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।এই আলোচনার মধ্যেই আজ শনিবার বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রকায় ‘অস্ত্র ও মদ বিলাস’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদন নিয়ে হুইপ এর কন্যা তাহমিনা চৌধুরী শর্মি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি প্রশ্ন তুলেন, তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো, ‘আপনাদের বিবেক কোথায় হারিয়ে গেছে? আমার ভাইয়ের ব্যাপারে একের পর এক মিথ্যা
অপবাদ দেখে আমি আর থাকতে পারলাম না। তিনি বলেন, এটা তো সেন্ট ব্রান্ডিতে (san-benedetto) ব্রান্ডের পানির বোতল। যেটা রাশিয়ার একটি পানির বোতল। যার ১২টি বোতলের দাম ৩১ ডলার। আপনারা বলেন কোন একটা পাগলও কি নিজের মদ খাওয়ার ছবি নিজের ফেসবুকে আপলোড দেই? আপনারা দয়া করে গুগলে সার্চ করুন দেখুন তাহলে জেনে যাবেন এটা মদ নাকি পানির
বোতল। আমার ভাইকে চিনেন জানেন এমন যদি একটা মানুষ কোনদিন প্রমাণসহ আমাকে বলতে পারেন শারুন চৌধুরীকে কোনদিন সিগারেট, মদ কিংবা কোন নেশাদ্রব্য সেবন করতে দেখেছেন, শপথ করে বলছি – নাকে খত দিব আমি।’তিনি আরো বলেন, আমার ভাইয়ের উন্নতিতে ঈর্ষাপরায়ণ হয়ে একটি মহল যা-তা তার নামে বলে যাচ্ছে আর আপনারা তা সত্যি বলে মেনে নিচ্ছেন? জানি সব মিথ্যার চাপে আমার এই সত্যের কোন মূল্য নেই। তাও নিজের বিবেকের কাছে হেরে যেতে চাই নি আমি,।